নিজস্ব সংবাদদাতাঃ ‘কোনওরকম দুর্নীতি করলে নিজের দায়িত্বে করবেন, দল তার দায়িত্ব নেবে না’। বোলপুরে তৃণমূলের কর্মী সম্মেলন থেকে বুথ সভাপতিদের উদ্দেশে এমনই স্পষ্ট বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ২০২৪ সাল পর্যন্ত তাঁদের ‘উপোস’ করার কথা বললেন তিনি। মন্ত্রীর এই বক্তব্য় নিয়ে কটাক্ষ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিরোধীদের অভিযোগ, দলীয় কর্মীদের স্রেফ আগামী ২ বছরের জন্য সতর্ক করে দিলেন মন্ত্রী। রবিবার ইলামবাজারের ধরমপুর অঞ্চলে বুথভিত্তিক কর্মী সম্মেলন ছিল। সেখানে যোগ দেন বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি এবং বস্ত্রশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সেখানে তাঁর মন্তব্য, “আগে যা করেছেন করেছেন, ভুলে যান৷ ২০২৪ সাল পর্যন্ত আপনাদের একটু নিয়ম মেনে চলতে হবে৷ দশ বছর রাজত্ব করতে গেলে দু’বছর রোজা রাখতে হবে, উপোস করতে হবে।” তাঁর কথায়, “মুখ্যমন্ত্রী যে ৭৪টা প্রকল্প করেছেন সেই প্রকল্পের সুবিধা যাতে মানুষ পায়, তার জন্য বাড়ি বাড়ি যান। দেখুন কারা এখনও পায়নি। এখানে কোনও দল দেখবেন না। কোনও বুথ সভাপতি যদি বেছে বেছে মানুষকে প্রকল্পের সুবিধা পাইয়ে দেন, তাহলে তার দায়িত্ব দল নেবে না। আমরা জানিয়ে দেব, ওই বুথ সভাপতি তৃণমূল দলের কেউ নয়।”