নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ রবিবার গোপীবল্লভপুর ২ নং ব্লকের অন্তর্গত বেলিয়াবেড়া থানার কুঠিঘাট এলাকার বাসিন্দা দীপক নায়েক নামে এক ব্যাক্তির বাগান থেকে উদ্ধার হল বিশাল আকৃতির একটি অজগর সাপ। জানা গেছে প্রায় আট ফুট লম্বা অজগর সাপটি বাগানের ধারে ঘিরে রাখা জালে আটকে যায়। দীপক নায়েকের পরিবারের সদস্যরা অজগরটিকে দেখতে পায়। তারা বিষয়টি এলাকার বাসিন্দাদের জানায়। সেইসঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় বনদফতরকে । বিষয়টি জানাজানি হলে বিশাল আকৃতির অজগর সাপটিকে দেখার জন্য এলাকার কয়েকশো মানুষ ভীড় জমায়। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে উদ্ধার করে নিয়ে যান।
বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয় যে উদ্ধার করে নিয়ে যাওয়া অজগর সাপটির স্বাস্থ্য পরীক্ষা করে তাকে ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানায় নিয়ে আসা হয়। বর্তমান ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানার নতুন অতিথি হলো ওই বিশাল আকারের উদ্ধার হওয়া অজগর সাপটি। তবে কোথা থেকে ওই অজগর সাপটি কুঠিঘাট এলাকায় এসেছে তা নিয়ে এলাকার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।