নিজস্ব সংবাদদাতাঃ ‘তেলঙ্গানায় ডবল ইঞ্জিন সরকার গড়ব।’ হায়দরাবাদে তেলঙ্গনাবাসীর উদ্দেশে ভাষণে রবিবার এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী বৈঠক শেষে তেলঙ্গনাবাসীর উদ্দেশে মঞ্চ থেকে ভাষণ দেন মোদী। সেইসময় তেলঙ্গানায় উন্নয়ন সম্বন্ধিত একাধিক বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন যে, এই রাজ্যের মানুষের মধ্যে অনেক মেধা রয়েছে। তেলঙ্গানার ইতিহাস, সংস্কৃতি, শিল্পকলা ও স্থাপত্য নিয়ে গর্ববোধও করেন মোদী। এই ভাষণেই তিনি বলেন ডবল ইঞ্জিন সরকার গঠন করা হবে তেলঙ্গানায়।
মোদী জনসভা থেকে বলেন, "তেলঙ্গানায় বিজেপির ডবল ইঞ্জিন সরকার গঠন হলে এ রাজ্যের প্রতিটি শহর ও গ্রামে উন্নয়নমূলক কাজ আরও তাড়াতাড়ি পৌঁছে যাবে।" তিনি এদিন বিজেপির অন্যান্য রাজ্যের উদাহরণ তুলে ধরেন। তিনি জানিয়েছেন যে, যেসব রাজ্যে বিজেপির ডবল ইঞ্জিন সরকার রয়েছে সেসব রাজ্য দ্রুত গতিতে উন্নয়ন হয়েছে। তিনি এদিন আরও বলেন, "তেলঙ্গানায় ডবল ইঞ্জিন সরকারের স্বপ্ন দেখছেন তেলঙ্গনাবাসীরা। এ রাজ্যে ডবল ইঞ্জিন গঠনের রাস্তা তেলঙ্গনার মানুষজনই করে দিচ্ছে।"