মন্ত্রীর উপস্থিতিতে বৈঠক কলকারখানাগুলির সঙ্গে

author-image
Harmeet
New Update
মন্ত্রীর উপস্থিতিতে বৈঠক কলকারখানাগুলির সঙ্গে

হরি ঘোষ, দুর্গাপুর : কারখানার প্রতিনিধিদের কড়া নির্দেশ মন্ত্রীর।প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে মান্যতা দিয়ে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে (ছোট হল) পশ্চিম বর্ধমান জেলার প্রায় ৫৬ টি কল কারখানার শিল্পপতিদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, আই.এন.টি.টি.ইউ.সি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ও জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক সহ বিভিন্ন কল কারখানা কর্তৃপক্ষ ও প্রতিনিধিরা। 



 মূলত কারখানাগুলিতে পে-স্লিপ এবং স্থানীয়দের চাকরির অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়। এছাড়াও কারখানাগুলোর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ ওঠে সেই বিষয়গুলি নিয়েও আলোচনা হয় বলে সূত্রের খবর।