নিজস্ব সংবাদদাতা : জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান শরদ পাওয়ার রবিবার সন্ধ্যায় দলের নেতাদের একটি বৈঠক ডেকেছেন বলে জানালেন মহারাষ্ট্র পার্টির সভাপতি জয়ন্ত পাটিল। তিনি জানান, এনসিপি নেতারা প্রধানত দুটি বিষয় নিয়ে আলোচনা করবেন - আস্থা ভোট এবং বিরোধী দলের নেতা নির্বাচন।
প্রসঙ্গত, রবিবার থেকে শুরু হওয়া মহারাষ্ট্র বিধানসভার বিশেষ দুদিনের অধিবেশন চলাকালীন চার দিনের পুরোনো শিবসেনা-বিজেপি সরকার ৪ জুলাই ফ্লোর টেস্টের মুখোমুখি হবে।রবিবার বিশেষ অধিবেশনের প্রথম দিনে, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাহুল নার্ভেকার মহারাষ্ট্র বিধানসভার স্পিকার নির্বাচিত হন।এদিন সকাল ১১টায় দক্ষিণ মুম্বাইয়ের বিধান ভবনে ২৮৮ সদস্যের সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়।নার্ভেকর উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা প্রার্থী রাজন সালভিকে ৫৭ ভোটে পরাজিত করেছেন। যেখানে নার্ভেকর ১৬৪ ভোট পেয়েছেন, সালভি ১০৭ ভোট পেয়েছেন।