নিজস্ব সংবাদদাতাঃ ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার। রবিবার সকাল ৭ টা বেজে ৫৬ মিনিটে মায়ানমারের ইয়ানগন থেকে ২৬০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩ ম্যাগনিটিউড। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।