নিজস্ব সংবাদদাতাঃ মশা অনেক রোগ বহন করেই নিয়ে আসে। তাই মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য রাতের বেলা মশারি টাঙিয়ে শোওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে শরীর ঢাকা পোশাক পরতে বলেন। বাড়ির সামনে যাতে জল না জমে, সেদিকেও লক্ষ্য রাখতে বলেন। এছাড়াও এখন রেপিলেন্ট বা মশা তাড়ানোর ওষুধ কিনতে পাওয়া যায়। বাজার চলতি এসব ওষুধ কিনে শরীরের খোলা অংশে মেখে নিলেই হবে। মশা এসে বসবে না। তবে বাজার চলতি এসব রেপিলেন্টের বদলে আপনি ঘরেও মশা তাড়ানোর ওষুধ বানিয়ে নিতে পারেন। আসুন, জেনে নিই বাড়িতেই কীভাবে ত্বকের জন্য বানিয়ে নেবেন মশা তাড়ানোর ওষুধ।
এক কাপ জলে দশ ফোঁটা ল্যাভেন্ডার তেল, চার-পাঁচ ফোঁটা ভ্যানিলা এক্সট্রাক্ট এবং চার ফোঁটা পাতি লেবুর রস মিশিয়ে ভাল করে নাড়িয়ে নিন, যাতে প্রতিটি উপাদান ঠিক মতো মিশে যাওয়ার সুযোগ পায়। এবার সেই মিশ্রণটি একটা স্প্রে বোতলে নিয়ে ভাল করে হাতে এবং পায়ে স্প্রে করুন! বিশেষ করে সকালের দিকে এই মিশ্রণ বারদুয়েক সারা গায়ে লাগাতে ভুলবেন না যেন! কারণ, এডিস মশা মূলত সকালের দিকেই আক্রমণ করে থাকে।