উহানে ফের ছড়াচ্ছে করোনার সংক্রমণ

author-image
Harmeet
New Update
উহানে ফের ছড়াচ্ছে করোনার সংক্রমণ

নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি উহানে করোনার দুটি নতুন কেস পাওয়া গেছে। যদিও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং গত সপ্তাহে শহর সফরের সময় জিরো-কোভিড নীতিতে জোর দিয়েছিলেন।



সুত্রের খবর,  উহানের দুই বন্দরকর্মী এক মাসের মধ্যে প্রথম নিশ্চিত হওয়া রোগীদের মধ্যে উপসর্গবিহীন সংক্রমণের লক্ষণ দেখা গিয়েছে বলে জানা গেছে।