নিজস্ব সংবাদদাতাঃ লাগাতার দু'দিন ধরে বৃষ্টি চলছে মুম্বইয়ে। তবে এখনই মিলছে না রেহাই। এমনটাই পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বৃষ্টি হতে পারে রত্নাগিরি, সিন্ধুদূর্গ, পশ্চিম মহারাষ্ট্র, উত্তর মহারাষ্ট্রে। অন্যদিকে ওড়িশা রাজ্যেও ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। একটি ঘূর্ণাবর্ত বাংলাদেশ ও পার্শ্ববর্তী অঞ্চলের উপর অবস্থান করছে। এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় উত্তর ওড়িশা ও তার পার্শ্ববর্তী এলাকায় একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে।
শনিবার ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) আঞ্চলিক কেন্দ্র জানিয়েছে, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে ওড়িশার বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। একইভাবে, এই সময়ের মধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের (১১ থেকে ২০ সেমি) সম্ভাবনা রয়েছে। কমলা সতর্কতা অবধি জারি করা হয়েছে।