দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : তৃণমূলের নির্মাণ কর্মী অফিসের ব্যানার ও জিনিসপত্র ভাংচুরের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার বিজেপির। দলের অন্দরে ক্ষমতা দখল নিয়ে গোষ্ঠী কোন্দলের ফলেই এই ঘটনা। থানায় অভিযোগ দায়ের তৃণমূলের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক রেলগেটে তৃণমূল নির্মাণ কর্মী ইউনিয়নের অফিসে।
তৃণমূল নির্মাণ কর্মী ইউনিয়নের নেতা দিলীপ পাত্রের অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানার ছিঁড়ে ফেলে। বাইরে থাকা জিনিসপত্র ভাংচুর করে। এই নিয়ে আজ অর্থাৎ শনিবার বিকেলে ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অপর দিকে বিজেপি নেতা কাশীনাথ বোস বলেন, 'এতে বিজেপির কোনো হাত নেই। এটা তৃণমূলের নিজেদের ক্ষমতা দখলের লড়াই।' অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমেছে ডেবরা থানার পুলিশ।