প্রধানমন্ত্রীর মুখোমুখি হতে ভয় পান মুখ্যমন্ত্রী

author-image
Harmeet
New Update
প্রধানমন্ত্রীর মুখোমুখি হতে ভয় পান মুখ্যমন্ত্রী


নিজস্ব সংবাদদাতাঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তেলেঙ্গানা সফরকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দুই দিনের কর্মসমিতির বৈঠকে যোগ দিতে তেলেঙ্গানায় গিয়ে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে যান না মুখ্যমন্ত্রী। কে চন্দ্রশেখর রাও। তার বদলে তিনি যশবন্ত সিনহাকে বিমানবন্দরে নিতে যান। আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। 



এবার এ বিষয়ে মুখ খুলল বিজেপি। বিজেপি নেতা এন রামচন্দ্র রাও বলেন, 'যদি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বিমানবন্দরে পৌঁছান, তবে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে তাদের গ্রহণ করা উচিত, এটি একটি প্রোটোকল। এই প্রথা ভঙ্গ করা ঠিক নয়, আমাদের উচিত প্রধানমন্ত্রীকে সম্মান করা, তিনি শুধু বিজেপি নয়, দেশের প্রধানমন্ত্রী। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর প্রধানমন্ত্রীর মুখোমুখি হতে ভয় পান।'