নিজস্ব সংবাদদাতা: ঝড়ের গতিতে শতরান করেছিলেন ঋষভ পন্থ। এরপর রবীন্দ্র জাদেজাও সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের বিরুদ্ধে। ১৮৫ বলে ১০৩ রানের ইনিংস খেলেছেন তিনি। জাদেজার ইনিংস সাজানো রয়েছে তেরোটি বাউন্ডারি দিয়ে। দশ নম্বরে নেমে দুরন্ত খেললেন অধিনায়ক যশপ্রীত বুমরাহ। ১৬ বলে করেছেন ৩১ রান। প্রথম ইনিংসে ভারতের স্কোর ৪১৬ রান।