নিজস্ব সংবাদদাতাঃ নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের সমর্থন করায় মহারাষ্ট্রের অমরাবতীতে বর্বরোচিতভাবে খুন করার অভিযোগ উঠে উমেশ কোলহে নামের এক ওষুধের মালিককে। সেই খুনে NIA তদন্তের নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতর। গত ২১ জুন মহারাষ্ট্রের অমরাবতী জেলার বাসিন্দা উমেশ কোলহে নিজের ওষুধের দোকান বন্ধ করে ফেরার পথে খুন হন। বিজেপির বহিষ্কৃত নেত্রী নুপুর শর্মাকে সমর্থন করে ফেসবুকে পোস্ট করা উমেশকে খুন করা হয় বলে অভিযোগ।