নিজস্ব সংবাদদাতাঃ বাম নেতা অনিল বিশ্বাসের প্রসঙ্গ টেনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিলেন বিজেপির বরিষ্ঠ নেতা তথাগত রায়। তিনি বলেন, '২০০৩ সালে পঞ্চায়েত নির্বাচনের প্রচার সেরে মমতা হুগলির পোলবা থেকে সন্ধ্যাবেলা কলকাতা ফিরছেন। ছোট মারুতি গাড়ির সামনের সীটে চালকের পাশে উনি, পিছনের সীটে দুজন, তার মধ্যে একজন খন্দকার মুস্তাক আহমেদ। সিপিএমের অনিল বিশ্বাসের গাড়ি পাশ দিয়ে চলে গেল। উনি চিৎকার করে উঠলেন, “কেমন করে চলে গেল ! নিশ্চয়ই আমাদের সাইডে ঠেলে ফেলে দেবার মতলব ছিল ! খন্দকার, তুই এখনই বাজপেয়ীজিকে ফোন কর,… না, না, আডবানিজিকে ফোন কর…”। বেচারা খন্দকার নতমুখে হুকুম তামিল করতে লাগল। দুটো গাড়ি কিন্তু ধাক্কা লাগার ধারেকাছেও আসে নি। তারপর উনিশ বছর কেটে গেছে। খন্দকার কবরে শুয়ে কেয়ামতের অপেক্ষায়। কেবল পিছনের সীটে বসা ব্যক্তিটি এখনো জীবিত। সেটি শ্রী আমি।'