নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : ফের মাওবাদী কার্যকলাপের জন্য গ্রেফতার আরো এক পুলিশ কর্মী। মাওবাদীদের নাম করে টাকা তোলা, পোস্টারিং এর অভিযোগে এক হোমগার্ড সহ গ্রেফতার ৬ জন। উদ্ধার একটি পিস্তল, ৩৫ হাজার টাকা। শনিবার প্রেস মিট করে এ কথা জানালেন ঝাড়গ্রাম জেলার এস পি অরিজিৎ সিনহা। অভিযুক্তদের ঝাড়গ্রাম কোর্টে তোলা হবে।
অভিযুক্ত জাম্বনী থানার হোমগার্ড বাহাদুর মান্ডি, এছাড়াও রয়েছেন শংকর মন্ডল, মলয় কর্মকার, মহেন্দ্র হাঁসদা, বাবলু দলই, বাবুলাল সোরেনরা। অভিযুক্তদের প্রত্যেককে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মাওবাদী ইনচার্জ সল্টলেক নামে বিভিন্ন লোকের কাছে টাকার দাবি করে চিঠি পাঠানো হয় বলে অভিযোগ। একাধিক পোস্টারিং, যা মাওবাদীদের নামে হয়েছিলো সব এরাই করেছিল বলেও অভিযোগ। এর মাষ্টার মাইন্ড হোমগার্ড বাহাদুর মান্ডি।