দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : ১ জুলাই থেকে দেশব্যাপী প্লাস্টিক ব্যাগ ব্যান করা সহ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রোডাকশানেও৷ তবে তার আগে থেকেই পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে নিষেধাজ্ঞা জারি হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে৷ মেদিনীপুর পৌরসভা একমাস আগে থেকেই প্লাস্টিক ব্যবহার বারণের নির্দেশ দিয়েছিল পৌর এলাকার বাজার গুলিতে৷ তা সত্বেও রমরমিয়ে চলছে প্লাস্টিক ব্যাগের ব্যাবহার৷আর তাই অভিযানে বেরিয়ে পৌরসভার সামনে থাকা সব্জি বাজারের ব্যাবসায়ীদেরই জরিমানা করতে হতে হল পৌরপ্রধানকে৷
বাজারে থাকা ব্যাবসায়ীরা আচমকাই পৌর আধিকারকদের অভিযানে জানালেন য তারা জানেন না। কেউ বা বললেন আগের কেনা ছিল, শেষ হয়নি। তাই ব্যাবহার করছিলেন৷অনেকেই ক্ষোভ উগরে দিলেন এই ধরপাকড় ও সংবাদ মাধ্যমকে দেখে। তাদের দাবি, যেখানে প্রোডাকশান ও বিক্রি হচ্ছে সেখানে কেনো অভিযান হচ্ছে না। এমনই একাধিক অবান্তর প্রশ্নের মুখে পড়তে হয়েছে পৌরসভার আধিকারিকদের৷পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান বলেন, 'একমাস আগে থেকেই সকলকে সতর্ক করা হয়েছিল৷ বিকল্প বায়ো ব্যাগও দেওয়া হয়েছিল৷ তা সত্বেও অনেকেই ব্যাবহার করছিলেন৷ আমরা জরিমানা করেছি৷ কড়া ব্যাবস্থা নেওয়া হবে লাগাতার অভিযান করে৷'