সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: প্রাণের ঝুঁকি নিয়ে গ্রামবাসীরা করছে সাঁকো পারাপার।খবর পেয়েই ঘটনা স্থলে ছুটে যান আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। আলিপুরদুয়ারে বঞ্চুকামারি গ্রাম পঞ্চায়েতের ১২/১১১ পার্টে সাতকোদালি ও ফোস্কারডাঙ্গা গ্রামের সংযোগকারী একটি কালভার্ট গত আড়াই বছর আগে পঞ্চায়েতের তরফে নির্মিত হয়েছিল।কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, সেতুটি নির্মিত হওয়ার মাত্র ছয় মাসের মধ্যে সেটি ভেঙে পড়ে। তারপর থেকে প্রানের ঝুঁকি নিয়ে বাঁশের অস্থায়ী সাঁকো দিয়ে গ্রামবাসীদের যাতায়াত করতে হচ্ছে। সাঁকো পারাপার করতে গিয়ে এক বাসিন্দার মৃত্যু হয়েছে। বর্তমানে বাঁশের সাঁকোটির অবস্থা বেহাল।প্রাণ হাতে করে গ্রামবাসীদের পারাপার করতে হচ্ছে। আলিপুরদুয়ারের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সৌরভ চক্রবর্তীর দত্তক নেওয়া গ্রাম দীর্ঘদিন থেকেই বেহাল অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার ওই এলাকা পরিদর্শনে যায় আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন "স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছি বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হবে।"