হরিদেবপুরের পর এবার বাঁকুড়া, ফের বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু

author-image
Harmeet
New Update
হরিদেবপুরের পর এবার বাঁকুড়া, ফের বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু

নিজস্ব সংবাদদাতাঃ হরিদেবপুরের পর এবার বাঁকুড়া। ফের বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু। প্রবল বৃষ্টিতে বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলা-সহ ১ জনের। আজ সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটে বাঁকুড়া ২ নম্বর ব্লকের ভূতশহর গ্রামে। জানা গিয়েছে, নিহতরা হলেন পার্বতী ঘোষ এবং অনন্ত ঘোষ। প্রায় প্রতিদিনই হাঁটতে বেরোন পার্বতী ঘোষ। শনিবারও তার অন্যথা হয়নি। তবে এদিন ঘটল বিপত্তি। ঝড়-বৃষ্টিতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে পা জড়িয়ে যায় মহিলার। সেটি স্পর্শ করতেই সব শেষ। ওই মহিলা মাটিতে লুটিয়ে পড়েন। সেই সময় অনন্তবাবুও যাচ্ছিলেন। পার্বতী দেবীকে রাস্তায় পড়ে থাকতে দেখে এগিয়ে যান তিনি। মহিলাকে স্পর্শ করা মাত্রই তড়িদাহত হন অনন্ত ঘোষও। তিনিও রাস্তায় লুটিয়ে পড়েন। এরপর স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে দু’জনের। স্থানীয়দের দাবি, ঝড়বৃষ্টি হলেই এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে যায়। তা সত্ত্বেও বিদ্যুৎ দপ্তর উদাসীন। তার ছিঁড়ে যাওয়ার বিষয়টিতে তারা নজরই দেয় না। সে কারণেই এত বড় বিপদ ঘটে গেল। বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতদের পরিবারের সদস্যরাও।