পরকীয়া সন্দেহে যুবককে বেঁধে গণধোলাই, চাঞ্চল্য মেদিনীপুর সদরে

author-image
Harmeet
New Update
পরকীয়া সন্দেহে যুবককে বেঁধে গণধোলাই, চাঞ্চল্য মেদিনীপুর সদরে

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর :পরকীয়া সন্দেহে এক যুবককে বেঁধে গণধোলাই দিলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি মেদিনীপুর সদরের আলামপুর এলাকায়। পরে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। আলামপুর এলাকার এক গৃহবধূর সঙ্গে বেলিয়া গ্রামের এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠেছে। এর জেরে বৃহস্পতিবার রাতে গৃহবধূর বাড়িতে ওই যুবককে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। তারপর খুঁটিতে দড়ি দিয়ে হাত বেঁধে চলে গণধোলাই। 


তাকে জিজ্ঞাসাবাদ করে স্থানীয়রা জানতে পারেন যে ওই গৃহবধূর সঙ্গে দীর্ঘ কয়েকবছর ধরে সম্পর্ক তার। এর আগেও বহুবার গৃহবধূর বাড়িতে ওই যুবক গিয়েছেন। গৃহবধূর একটি পুত্র সন্তানও রয়েছে। স্বামী বেশিরভাগ দিন কাজে বাইরে থাকেন। সেই সূত্রে সোশ্যাল মিডিয়া মারফত যোগাযোগ হয় ওই যুবকের সঙ্গে। তারপর থেকে দু'জনের ঘনিষ্ঠতা বাড়ে। স্বামীর সঙ্গেও ওই যুবকের পরিচয় হয়। এদিন স্থানীয়রা গুড়গুড়িপাল থানার পুলিশের হাতে যুবককে তুলে দিলেও ওই গৃহবধূর পরিবার কোনো অভিযোগ জানাননি। সূত্রের খবর, গৃহবধূ ও তাঁর স্বামী পুলিশকে জানিয়েছেন, ওই যুবকের সঙ্গে দীর্ঘদিন আত্মীয়তার সম্পর্ক রয়েছে। সেই সুবাদে তাদের বাড়িতে আসে।