কাল মহারাষ্ট্র বিধানসভার স্পিকার নির্বাচন, মুখোমুখি বিজেপি-শিবসেনা

author-image
Harmeet
New Update
কাল মহারাষ্ট্র বিধানসভার স্পিকার নির্বাচন, মুখোমুখি বিজেপি-শিবসেনা

নিজস্ব সংবাদদাতাঃ দলীয় বিধায়কদের বিদ্রোহে মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের পদত্যাগের পর মহারাষ্ট্রের মসনদে এখন একনাথ শিন্ডে। গত তিন বছরের চেষ্টার পর মহারাষ্ট্রে একনাথ শিন্ডের হাত ধরে ক্ষমতা দখল করা বিজেপির সামনে নতুন চ্যালেঞ্জ। আগামিকাল, রবিবার মহারাষ্ট্র বিধানসভায় স্পিকার বা অধ্যক্ষ নির্বাচন। স্পিকার নির্বাচনে বিজেপির প্রার্থী রাহুল নাওয়েকরের বিরুদ্ধে প্রার্থী হলেন উদ্ভব ঠাকরে ঘনিষ্ঠ শিবসেনার বিধায়ক রঞ্জন সালভে।

                                                    

স্বাভাবিকভাবেই রঞ্জন সালভেকে সমর্থন করেছে মহা বিকাশ আঘাদির বাকি দুই দল কংগ্রেস ও এনসিপি। বিদ্রোহী শিবসেনা ও নির্দল ৫০ বিধায়ক সহ একনাথ শিন্ডে গোষ্ঠীকে পেয়ে বিজেপি সংখ্যার দিক থেকে এগিয়ে থাকলেও রাহুলের জয় সহজ হবে না।