শিন্ডের হোটেল রাজনীতি নিয়ে মুখ খুললেন সঞ্জয় রাউত

author-image
Harmeet
New Update
শিন্ডের হোটেল রাজনীতি নিয়ে মুখ খুললেন সঞ্জয় রাউত

নিজস্ব সংবাদদাতাঃ উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিজেপি-র সমর্থনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হয়েছেন একনাথ শিন্ডে। দল ভাঙিয়ে মহারাষ্ট্র থেকে সুরাট ঘুরে গুয়াহাটির হোটেলে বন্দি রেখে নাটকীয় কায়দায় সিংহাসন দখল করলেন একনাথ। একনাথের এই সিংহাসন দখলকে কেউ বলছেন মাস্টারস্ট্রোক, কেউ বলছেন বিশ্বাসঘাতকতা। একনাথের হোটেল রাজনীতির কথা অজানা ছিল না শিবসেনার মুখপাত্র-সাংসদ সঞ্জয় রাউতের। 

                                                       

সঞ্জয় রাউত বললেন, "তিনিও গুয়াহাটির হোটেলে বিদ্রোহী বিধায়কদের সঙ্গে যাওয়ার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু বালাসাহেব ঠাকরের নীতি-আদর্শ মেনে চলার কারণেই তিনি একনাথ শিন্ডের আবেদনে সাড়া দেননি। সত্যি যখন আমাদের সঙ্গে তখন ভয় কিসের?"