নিজস্ব সংবাদদাতাঃ উত্তরবঙ্গ প্রবল বৃষ্টিতে কার্যত ভেসে গেলেও দক্ষিণে এবার দেখা মেলেনি বৃষ্টির। মাঝে মধ্যে ছিটেফোঁটা বৃষ্টি, কোনও কোনও দিন একেবারেই রুক্ষ। ঝড়ের দাপটও দেখা যায়নি সেভাবে। তবে শনিবার আবহাওয়া দফতরের তরফে যা পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে এবার সতর্ক থাকতে হবে। শনিবারের সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ঝড়-বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। সকালেই হাওয়া অফিস সেই পূর্বাভাস দিয়েছে। মানুষজনকে নিরাপদে থাকার জন্য সতর্ক করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন সন্ধ্যা ৬ টার পর বজ্র-বিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হবে কলকাতার পার্শ্ববর্তী জেলা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও উত্তর দিনাজপুরে। অন্তত ১-২ ঘণ্টা ধরে সেই দাপট চলবে বলে জানানো হয়েছে। ওই সব জেলাগুলোতে রাত ৮ টার পর পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেহেতু বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হবে, তাই সাধারণ মানুষকে সতর্ক করে হাওয়া অফিস জানিয়েছে, যাতে ওই সময়ে প্রত্যেকে বাড়ির ভিতরে থাকেন। খুব প্রয়োজন ছাড়া রাস্তায় না বেরনোর কথা বলা হয়েছে। ফলে পথচলতি মানুষকে ওই সময় সতর্ক থাকতে হবে।