নিজস্ব সংবাদদাতাঃ আজ হায়দরাবাদে শুরু হচ্ছে দু'দিনের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় কর্মসমিতির বৈঠক।
হায়দরাবাদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই বৈঠকে উপস্থিত থাকবেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ১৯টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপির অন্যান্য প্রবীণ নেতারা।
দলের মেগা শো-এর আগে বিজেপির পতাকা ও ব্যানারে গেরুয়া রঙ লেগেছে গোটা হায়দরাবাদ শহর জুড়ে। পোস্টারগুলোতে কেন্দ্রীয় সরকারের কৃতিত্বকে তুলে ধরা হয়েছে। শহরের প্রতিটি কোণায় বড় বড় কাটআউট এবং শীর্ষ স্থানীয় বিজেপি নেতাদের ব্যানার দিয়ে সজ্জিত করা হয়েছে। জাতীয় সাধারণ সম্পাদক ও জাতীয় পদাধিকারীদের বৈঠক এবং তারপরে জাতীয় কার্যনির্বাহী সভা ২ জুলাই অনুষ্ঠিত হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের সাথে ৩ জুলাই প্যারেড গ্রাউন্ডে একটি জনসভা অনুষ্ঠিত হবে। বিজেপির এক শীর্ষ নেতার কথায়, দলের সম্প্রসারণই হবে বৈঠকের মূল আলোচ্যসূচি।
আজ, শনিবার দুপুরে হায়দরাবাদে পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে নভোটেল হোটেলে থাকবেন তিনি। তবে বিমানবন্দর থেকেই হেলিকপ্টারে হায়দরাবাদের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে যাবেন প্রধানমন্ত্রী। বিকেল ৪টে থেকে রাত ৯টা অবধি এই বৈঠক চলবে।বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মোট ৩৬০ জন জাতীয় এক্সিকিউটিভ সদস্য।