মাছ ধরার টাকায় হবে গ্রামের উন্নয়ন

author-image
Harmeet
New Update
মাছ ধরার টাকায় হবে গ্রামের উন্নয়ন

হরি ঘোষ, অন্ডাল : মাছ শিকারিদের জন্য সুখবর। রথের দিন আনুষ্ঠানিকভাবে সূচনা হল টিকিট দিয়ে মাছ ধরা। অন্ডাল থানার অন্তর্গত উখড়া গ্রাম সুকোপুকুরে সমস্ত গ্রামবাসীদের উদ্যোগেপ্রবেশ মূল্য দিয়ে মাছ ধরা আরম্ভ হল।গ্রামবাসীরা জানান যে দৈনিক সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই পুকুরে মাছ ধরা যাবে। 







তবে প্রতি মাছ শিকারীকে প্রবেশ মূল্য বাবদ আড়াই হাজার টাকা দিতে হবে। একটি টিকিটে মোট চারটি ছিপ ফেলা যাবে।এই বাবদ যে অর্থ পাওয়া যাবে সেটি গ্রাম উন্নয়ন প্রকল্পে ব্যবহার করা হবে বলে গ্রামবাসীদের একাংশ জানান।