রাহুল পাসোয়ান, আসানসোল: পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল আশ্রম মোড়ের পেট্রোল পাম্পের সামনে জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে কেন্দ্রীয় সরকারের লাগামহীন পেট্রোল-ডিজেল,রান্নার গ্যাস সহ কেরোসিন তেলের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী, পিসিসি সদস্য শ্রমিক নেতা চন্ডী ব্যানার্জ্জী সহ জেলার বিভিন্ন ব্লকের সভাপতিরা। সভায় হিরাপুর ব্লক থেকে ৩০ জন কর্মী কংগ্রেসে যোগদান করেন।সভার শেষে প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়ানো হয়।