অটোনোমাস ফ্লাইং উইং টেকনোলজি ডেমোনস্ট্রেটরের প্রথম সফল ফ্লাইট পরিচালনা করল ডিআরডিও

author-image
Harmeet
New Update
অটোনোমাস ফ্লাইং উইং টেকনোলজি ডেমোনস্ট্রেটরের প্রথম সফল ফ্লাইট পরিচালনা করল ডিআরডিও

নিজস্ব সংবাদদাতাঃ প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ক্ষেত্রে বড় সাফল্য ভারতের। ডিআরডিও আজ অটোনোমাস ফ্লাইং উইং টেকনোলজি ডেমোনস্ট্রেটরের প্রথম সফল ফ্লাইট পরিচালনা করেছে। মানববিহীন যুদ্ধ বিমান তৈরির ক্ষেত্রে এটি একটি বড় সাফল্য। অটোনোমাস ফ্লাইং উইং টেকনোলজি ডেমোনস্ট্রেটরের প্রথম ফ্লাইটটি আজ কর্নাটকের চিত্রদুর্গা অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জ থেকে সফলভাবে সম্পন্ন হয়েছে বলে ডিআরডিও জানিয়েছে। তারা জানিয়েছে, এই এরিয়াল ভেহিকলের ডিজাইন ও ডেভেলপ করেছে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট। বিমানের জন্য ব্যবহৃত এয়ারফ্রেম, আন্ডারক্যারেজ এবং পুরো ফ্লাইট কন্ট্রোল এবং অ্যাভিওনিক্স সিস্টেমগুলো দেশীয়ভাবে তৈরি করা হয়েছে।