নিজস্ব সংবাদদাতাঃ বিজেপি নেত্রী নূপুর শর্মার পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিক্ষোভের আঁচ গোটা দেশে ছড়িয়েছে। এবার এই ইস্যুতে নূপুর শর্মাকে এক হাত নিল সুপ্রিম কোর্ট।
শুক্রবার দেশের শীর্ষ আদালত জানিয়েছে, 'দেশের কাছে আপনি দেরিতে ক্ষমা চেয়েছেন। আপনার জন্য দেশের পরিবেশ খারাপ হয়েছে। আপনার মন্তব্য দায়িত্বজ্ঞানহীন। ক্ষমতা যেন মাথায় চড়ে না বসে।' শুধু তাই নয়, এদিন সুপ্রিম কোর্ট দিল্লি পুলিশকে আক্রমণ করে প্রশ্ন তোলে যে তাঁরা কী করছিল?