জগন্নাথের পুজো দিলেন ডঃ মানিক সাহা

author-image
Harmeet
New Update
জগন্নাথের পুজো দিলেন ডঃ মানিক সাহা

নিজস্ব প্রতিনিধি -অন্যান্য রাজ্যের পাশাপাশি ত্রিপুরাতেও সাড়ম্বরে পালিত হচ্ছে রথযাত্রা।আর এই উৎসব উপলক্ষে ত্রিপুরার রাজধানী আগরতলার
মঠ চৌমুহনী স্থিত ইসকন মন্দিরে জগন্নাথের পুজো অর্চনায় সামিল হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।

সেখানে তিনি জগন্নাথ,বলরাম,সুভদ্রা-র পুজো করেন।