সুদীপ ব্যানার্জী, শিলিগুড়িঃ দীর্ঘদিন ধরে বকেয়া বেতন না পেয়ে টিকিট কাউন্টার বন্ধ রেখে বিক্ষোভে সামিল হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গ্রুপ-ডি স্টাফ সহ অস্থায়ী কর্মীরা। অভিযোগ, গত তিনমাস ধরে তারা বেতন পাচ্ছেন না। তাই এদিন তারা টিকিট কাউন্টার খোলেননি। সকাল থেকে হাসপাতালে রোগীরা টিকিটের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থেকেও টিকিট না পেয়ে চরম ভোগান্তির শিকার হন। এই ঘটনায় হাসপাতাল চত্ত্বরে চরম উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে আসে মেডিক্যাল ফাঁড়ির পুলিশ৷ কর্মীরা অভিযোগ করে বলেন, “সকাল ১০ টা থেকে ৫ টা পর্যন্ত তারা কাজ করে যাচ্ছেন অথচ গত তিনমাস ধরে তারা কোনো বেতন পাচ্ছেন না। শুধুমাত্র পরিচিতদের ডেকে বেতন দেওয়া হচ্ছে। বাকিদের বেতন দিতে টালবাহানা করছে কর্তৃপক্ষ।“ তারা হুশিয়ারি দেন, অবিলম্বে বেতন না পেলে তারা আরও বড়সড় আন্দোলনে নামতে বাধ্য হবেন।