গোপীবল্লভপুরে হাতির হানায় মৃত্যু একজনের, ৮টি বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিল দাঁতাল

author-image
Harmeet
New Update
গোপীবল্লভপুরে হাতির হানায় মৃত্যু একজনের, ৮টি বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিল দাঁতাল

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ গোপীবল্লভপুরে হাতির হামলায় মৃত্যু হল এক জনের। এমনকি আটটি বাড়িও দাঁতালের হামলায় ভেঙেছে। বৃহস্পতিবার গভীর রাতে গোপীবল্লভপুর ১ ব্লকের অন্তর্গত রম্ভা রাইবনি গ্রামে হাতি হামলার ঘটনাটি ঘটে। রাতে আচমকা ওই গ্রামে দুটি হাতি ঢুকে পড়ে। হাতি দুটি ওই গ্রামে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়। পরপর আটটি বাড়ি ভেঙে দেয়। বাড়ি ভাঙ্গার পাশাপাশি ওই গ্রামের বাসিন্দা লক্ষণ হেমব্রমকে তার বাড়ির দরজার সামনে পেয়ে আছাড় মারে। স্থানীয় সূত্রে জানা যায় যে প্রায় ৫৭ বছর বয়সী লক্ষণ হেমব্রম তার বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন। বাড়ির উঠোনে হাতি দেখে দ্রুত ঘুম থেকে উঠে ঘরের ভিতরে ঢুকতে যাচ্ছিলেন তিনি। সেই সময় শুড় দিয়ে টেনে পা দিয়ে পিষে তার বাড়ির উঠানে তাকে মেরে দেয় হাতি। তবে অল্পের জন্য তার পরিবারের বাকি সদস্যরা প্রাণে বেঁচে গিয়েছেন। তার বাড়ির কিছুটা অংশ ভেঙে দিয়েছে হাতি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার ওই গ্রামে রাতভর তাণ্ডব চালায় দুটি হাতি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও বনদফতরের কর্মীরা। গোপীবল্লভপুর থানার পুলিশ লক্ষণ হেমব্রমের রক্তাক্ত মৃতদেহটি উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। শুক্রবার ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গে লক্ষণ হেমব্রমের মৃতদেহটির ময়নাতদন্ত হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। বনদফতরের পক্ষ থেকে মৃতের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা জানানো হয়েছে। সেইসঙ্গে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। তবে হাতি দুটি ওই গ্রামে থাকায় গ্রামবাসীরা আতঙ্কে রয়েছে। সেই সঙ্গে আরও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন গ্রামবাসীরা ।