বিশেষ রথ নির্মাণ দুর্গাপুরের ইস্কন মন্দিরে

author-image
Harmeet
New Update
বিশেষ রথ নির্মাণ দুর্গাপুরের ইস্কন মন্দিরে

হরি ঘোষঃ রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে দুর্গাপুরের ইস্কন মন্দির।

 দুর্গাপুর ইসকন মন্দিরের পক্ষ থেকে রথযাত্রা উপলক্ষে বৃহস্পতিবার সিটিসেন্টারের চতুরঙ্গ ময়দানে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে শুক্রবারের রথযাত্রার বিষয়ে বিস্তারিত জানান ইসকনের প্রভু ওধার্য্যচন্দ্র দাশ। দুর্গাপুরের ইসকন মন্দিরের প্রভু ওধার্য্যচন্দ্র দাশ বলেন, “এই বছর আমাদের রথযাত্রায় বিশেষ আকর্ষণ থাকছে। নবনির্মিত রথটি কাঁসা-পিতল দিয়ে তৈরি করা হয়েছে। ভক্তরা বাড়ি থেকে কাঁসা-পিতল দিয়েছেন। সেইগুলি গলিয়ে রথ বানানো হয়েছে। এই রথ নির্মাণ করতে প্রায় তিন টন কাঁসা পিতল লেগেছে। রথের উচ্চতা প্রায় ৩৬ ফুট ও ১৬ ফুট চওড়া। পুরী থেকে চাঁদোয়া আনা হয়েছে। যা রথটিকে সুসজ্জিত করবে। বিগত বছর গুলির মতই রথ মন্দির থেকে মাসির বাড়ি আসবে চতুরঙ্গ ময়দানে। বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে রাস্তাঘাটের দুঃস্থ মানুষের কাছে আমরা মহাপ্রসাদ তুলে দেব। এছাড়াও সেবামূলক অনুষ্ঠান সপ্তাহ ধরে চলবে”।