নিজস্ব প্রতিনিধি-এবার খাবারের খোঁজে শিশু শিক্ষা কেন্দ্রে হানা দিল হাতি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে শালবনী এলাকায়। এই সময় জমিতে নেই ফসল। পেট ভরাতে ভরসা আম, কাঁঠাল।লোকালয়ে বাড়ি বাড়ি ঘুরে খোঁজ চলছে আম ও কাঁঠাল গাছের,তার সঙ্গে মিলছে কলা গাছও। লোকালয়ে হাতির প্রবেশ ঘিরে বাড়ি ভাঙার ঘটনাও পিছু ছাড়ছে না স্থানীয়দের। জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় বাড়ি ভাঙার ঘটনা ঘটেছে বহুবার। এবার হাতির হানা শিশু শিক্ষা কেন্দ্রে। পশ্চিম মেদিনীপুরের শালবনীর পাথরনালা শিশু শিক্ষা কেন্দ্রের জানালা ভেঙে চাল খেয়ে ফেলে। স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকার জঙ্গলে দুটি হাতি রয়েছে। খাবারের খোঁজে এক গ্রাম থেকে অন্য গ্রাম ঘুরে বেড়াচ্ছে। চালের গন্ধে শিশু শিক্ষা কেন্দ্রের জানালা ভেঙে চাল খেয়েছে। হাতি দুটি না সরালে বাড়ি ভাঙার আশঙ্কাও থাকছে। যদিও হাতি দুটিকে অন্যত্র সরানোর চেষ্টা চলছে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।