নিজস্ব সংবাদদাতাঃ গোটা রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চূড়ান্ত রিপোর্ট পেশ করল। গতকাল হাইকোর্টে ৫০ পাতার রিপোর্ট পেশ করে জাতীয় মানবাধিকার কমিশন। এই রিপোর্টে রবীন্দ্রনাথের কবিতার অংশ উদ্ধৃত করে রিপোর্টে রাজ্য সরকারকে ছত্রে ছত্রে আক্রমণ করা হয়েছে। চূড়ান্ত রিপোর্টে বলা হয়েছে, ‘গত ২ মাসে রবীন্দ্রনাথের মাটিতে খুন, ধর্ষণ, ভিটেছাড়া হতে হয়েছে মানুষকে। এই ধরনের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ন্ত্রণ না হলে ছড়িয়ে পড়বে অন্য রাজ্যে। ভারতের মতো মহান দেশে গণতন্ত্রের মৃত্যুঘণ্টা বেজে যাবে।এই হিংসা অবিলম্বে বন্ধ করা দরকার।’