New Update
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ বৃহস্পতিবার বেলপাহাড়িতে হুল দিবস উদযাপনের এক অনুষ্ঠানে যোগদান করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন হুল দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেন্দু অধিকারী বলেন, "রাষ্ট্রপতি নির্বাচনে পিছিয়ে পড়া আদিবাসী সমাজের মহিলা দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করে বিজেপি আদিবাসী সম্প্রদায়কে সম্মান দিয়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মুর নাম প্রস্তাব করেছেন। তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং বিপুল ভোটে ভারতবর্ষের প্রথম আদিবাসী মহিলা হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। আর দ্রৌপদী মুর্মুর বিরোধিতা করছে কে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসীদেরকে ভালোবাসে এর থেকে ভালো উদাহরণ আর হতে পারে না। তাই হুল দিবসের দিন সকলকে আদিবাসীদের পাশে থেকে আদিবাসীদের উন্নয়নে কাজ করার জন্য শপথ নেওয়ার তিনি আহ্বান জানান।" তিনি আরও বলেন, "এক দরিদ্র পরিবারের আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সম্মান দিয়েছে আর কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এর আগে কখনো এই সম্মান দেওয়া হয়নি । আদিবাসীরা বঞ্চিত অবহেলিত। কিন্তু দেশের সর্বোচ্চ সম্মান আদিবাসীদের কেউ দেয়নি। রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রৌপদী মুর্মুর বিরোধিতা করছে এটা আদিবাসীদের বুঝতে হবে তাদের কারা ভালোবাসে।" সেই সঙ্গে তিনি রাজ্যের বর্তমান অবস্থার কোথাও তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। হুল দিবস উদযাপন অনুষ্ঠান কেন পালন করা হয় তাও তিনি বিস্তারিতভাবে তার বক্তব্যের মাধ্যমে ওই অনুষ্ঠানে তুলে ধরেন। প্রথমেই তিনি সিধু-কানহুর মূর্তিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং তিনি বলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে সিধু-কানহুর অবদান দেশবাসী কোনওদিন ভুলে যাবে না আগামী দিনেও ভুলবে না। তাই ৩০ জুন প্রত্যেক বছর দেশজুড়ে হুল দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
tmc
bjp
west bengal
mamata banerjee
jhargram
narendra modi
president
suvendu adhikari
Belpahari
president election
Draupadi Murmu
president candidate
hul diwas