সবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে পালিত হল হুল দিবস

author-image
Harmeet
New Update
সবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে পালিত হল হুল দিবস

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ আজ ৩০ জুন ২০২২ সবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে চাঁদকুড়ি ইউনিয়ন হাই স্কুল মাঠে হুল দিবস উদযাপন হল। হুল দিবস উপলক্ষে সবংয়ের প্রচুর আদিবাসী মানুষজন উপস্থিত হয়েছিলেন। উপস্থিত হয়েছিলেন মাঝি বাবা গান। উপস্থিত হয়েছিলেন আদিবাসী সমাজের বিশিষ্ট ব্যক্তি বৃন্দ। 


সভার উদ্বোধক ছিলেন এডিএম ডেভেলপমেন্ট সৌভিক ব্যানার্জি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতি গীতা রানী ভূঁইয়া, সভার সভাপতিতত্ব করেন সমষ্টি উন্নয়ন আধিকারিক তুহিন শুভ্র মাহান্তি, কর্মাধ্যক্ষ তরুন মিশ্র, সবং বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া। তিনি দলের দলীয় কাজে মেঘালয়ে আছেন, সেখান থেকেই মোবাইলে আদিবাসী সমাজের সমস্ত মানুষজনদের শুভেচ্ছা জানান। আদিবাসী সমাজের সর্বস্তরের মানুষজন উপস্থিত থেকে আজকের এই হুল দিবসেকে সার্থক করে তুলেছিলেন।