ডেঙ্গু নিয়ে সচেতনতার বার্তা

author-image
Harmeet
New Update
ডেঙ্গু নিয়ে সচেতনতার বার্তা

হরি ঘোষ, দুর্গাপুর: বর্ষার সময় যাতে ডেঙ্গু ও পতঙ্গবাহিত রোগ না ছড়িয়ে পড়ে তার জন্য সচেতনতার প্রচার শুরু করল দুর্গাপুর পৌরসভা ও পঞ্চায়েতগুলি । বর্ষা শুরুর আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে ডেঙ্গু মশার উপদ্রব না বাড়ে সে জন্য বর্ষা শুরুর আগেই সমস্ত পঞ্চায়েত ও পৌরসভা গুলিকে তৎপর থাকার কথা জানিয়েছিল । বিভিন্ন পঞ্চায়েতে এবং পুরসভাগুলিতে শুরু হয়েছে ডেঙ্গু সচেতনতার প্রচার এবং মশার লার্ভা নাশক স্প্রে করার কাজ। বৃহস্পতিবার সকাল থেকে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন বিভাগের কর্মীরা বিদবিহার অঞ্চলের ফুলঝোড় এলাকাজুড়ে ডেঙ্গু সচেতনতার প্রচার করে বাড়িতে বাড়িতে এবং জমা জল বাড়ির মধ্যে জমা রাখতে বারণ করা হয়। চৌবাচ্চা খোলা অবস্থায় রাখতেও বারণ করা হয়। জলের ট্যাঙ্কার সেগুলিকে ঢাকনা দিয়ে রাখার কথা জানানো হয়। বিদবিহার গ্রাম পঞ্চায়েতের সদস্য গিরিধারী সিনহা জানান সমস্ত রকম ভাবেই ডেঙ্গু সচেতনতায় ততঃপর বিদ বিহার গ্রাম পঞ্চায়েত। যাতে করে জনসাধারনের কোন রকম সমস্যা না হয় এবং মশাবাহিত রোগ না হয় সে জন্য বিভিন্ন সতর্কতা অবলম্বন করেছে পঞ্চায়েত। এইভাবে স্প্রে এবং সচেতনতা হওয়ায় খুশি এলাকাবাসীরা।