নিজস্ব প্রতিনিধি-চীনের আবহাওয়া দফতর (সিএমএ) বৃহস্পতিবার জানিয়েছে যে টাইফুন চাবা দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত হাইনান দ্বীপের দিকে অগ্রসর হচ্ছে।দক্ষিণ চীন সাগরের মধ্য ও পূর্বাঞ্চলে সকাল ৮টায় টাইফুনটি তৈরি হয় বলে জানিয়েছে সিনহুয়া।এটি ঘন্টায় ৬৫ কিমি বেগে চলছে এবং এটি হাইনান প্রদেশের সানশা শহরের ইয়ংজিং দ্বীপের ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে জলে পরিলক্ষিত হয়েছিল।সিএমএ জানিয়েছে, টাইফুনটি ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হবে এবং এর তীব্রতা ধীরে ধীরে বাড়বে।