নিজস্ব সংবাদদাতাঃ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে মালদায়। এবার আক্রান্ত হলেন স্বাস্থ্য কর্তাও। ডেঙ্গু আক্রান্ত মালদা মেডিকেলের এমএসভিপি পুরঞ্জয় সাহা। গত কয়েকদিন ধরেই টানা জ্বর। পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ। এদিকে হাসপাতালেও নিয়মিত ডেঙ্গু আক্রান্তরা আসছে। অথচ এখনও উদাসীন ইংরেজবাজার পুরসভা। মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে জমে রয়েছে জল, আবর্জনার স্তূপ। সেই জল, নোংরা পেরিয়ে হাসপাতালে ঢুকতে হচ্ছে। এছাড়া কোনও উপায় নেই। ফলে মশা উপদ্রব বাড়ার সাথে সাথে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। একই রকম জল ও আবর্জনা জমে রয়েছে শহরের বিভিন্ন এলাকায়। এদিকে সরকারি বেসরকারি সব হাসপাতাল, নার্সিংহোমে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে।
ইতিমধ্যে বেশ কয়েকজন ব্লকের বাসিন্দাদের মধ্যে ডেঙ্গুর সংক্রমণ দেখা দিয়েছে। ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে শহরের সমস্ত এলাকায় নোংরা সাফাইয়ের কাজ শুরু হয়েছে। স্বাস্থ্য দফতরের তরফেও করা হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ। মালদা মেডিকেলের সহকারি সুপারের ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবরে রীতিমতো নড়েচড়ে বসেছে প্রশাসন।