টয়লেটের জল দিয়ে তৈরি হচ্ছে বিয়ার!

author-image
Harmeet
New Update
টয়লেটের জল দিয়ে তৈরি হচ্ছে বিয়ার!

নিজস্ব সংবাদদাতাঃ টয়লেটের জল ব্যবহার করে তৈরি করা হচ্ছে বিয়ার। সেই বিয়ার বিক্রিও হচ্ছে দেদার। নিউব্রিউ কোনও সাধারণ বিয়ার নয়। সিঙ্গাপুরবাসী এখন পুনর্ব্যবহৃত নর্দমার জল দিয়ে তৈরি বিয়ারেই মজেছেন। গত এপ্রিল মাস থেকে সুপারমার্কেট এবং রিটেল আউটলেটগুলোতে বিক্রি শুরু হয়েছিল এই বিয়ারের। এক ক্রেতা বলেছেন, "আমি বুঝতেই পারিনি যে এটি টয়লেটের জল দিয়ে তৈরি। ফ্রিজে থাকায় আমার আপত্তির জায়গা নেই। এটার স্বাদ ঠিক বিয়ারের মতোই এবং আমি বিয়ার পছন্দ করি।" অনেকেই জানিয়েছেন যে এই বিয়াটি সতেজ, হালকা স্বাদের অ্যালকোহল। যা সিঙ্গাপুরের গ্রীষ্মমন্ডলীয় জলবায়ুর জন্য উপযুক্ত। যদিও সবাই এই কথায় বিশ্বাসী নয়। 

                                         

জাতীয় জল সংস্থা পিইউবি বলেছে যে নতুন বিয়ারটি জলের ব্যবহার এবং জল পুনর্ব্যবহার করার গুরুত্ব সম্পর্কে সিঙ্গাপুরবাসীদের শিক্ষিত করার প্রচেষ্টার অংশ।