নিজস্ব সংবাদদাতাঃ আগামীকাল রথযাত্রা। তার আগের দিন পতিতপাবন জগন্নাথ দেবকে বসানো হল গুমুটা গৃহে। পুরীর মন্দিরের গুমুটা গৃহে আজ রয়েছেন জগন্নাথ দেব। পতিতপাবন শব্দের অর্থ হল, যিনি পাপী তাপিকে শুদ্ধ করেন। এদিকে এমনও অনেক ভক্তকুল আছেন যাঁরা ধর্মীয় কারণে পুরীর মন্দিরে প্রবেশ করতে পারেন না। তাঁদের জন্যই মন্দিরের প্রবেশ দ্বারের পাশে গুমুটা গৃহে আজ থাকবেন জগন্নাথ দেব।
আজ তাঁরা পুরীর মন্দিরের প্রবেশ পথের বাইরে দাঁড়িয়ে পতিতপাবন রূপী জগন্নাথ দেবকে দর্শনের সুযোগ পাবেন।