নিজস্ব সংবাদদাতাঃ ভূমিধসে চাপা পড়ে গেল ভারতীয় সেনাবাহিনীর ক্যাম্প। তাতে কমপক্ষে মৃত্য়ু হয়েছে ৬ জওয়ানের। ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৫২ জন। গতকাল মাঝরাতে দুর্ঘটনাটি ঘটেছে মণিপুরের ননি জেলার টুপুল রেল স্টেশনের কাছে। ১০৭ টেরিটোরিয়াল আর্মির ওই ক্যাম্পটি ধসের কারণে মাটিতে মিশে গিয়েছে। জিরিবাম থেকে ইম্ফল পর্যন্ত একটি নির্মীয়মাণ রেললাইনের নিরাপত্তার জন্য টুপুল রেলওয়ে স্টেশনের কাছে সেনা মোতায়েন করা হয়েছিল।
জানা গিয়েছে, আহত ব্যক্তিদের ননি আর্মি মেডিকেল ইউনিটে চিকিৎসা করা হচ্ছে। গুরুতর আহত কর্মীদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। ভূমিধসের কারণে ইজাই নদীর প্রবাহ ব্যাহত হয়েছে। ভারতীয় সেনাবাহিনী এবং অসম রাইফেলস জোর কদমে উদ্ধার অভিযান চালাচ্ছে। যদিও নতুন করে ভূমিধস ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ মাঝেমাঝে ব্যাহত হচ্ছে। সেনাবাহিনী জানিয়েছে, তাদের হেলিকপ্টারগুলো স্ট্যান্ডবাই অবস্থায় রয়েছে। আবহাওয়া পরিষ্কার হলে সেগুলো আহতদের আনার জন্য পাঠানো হবে।