যোগীর রাজ্যে নিষিদ্ধ হল উদয়পুর হত্যাকাণ্ড নিয়ে সমস্তরকম মিছিল সমাবেশ

author-image
Harmeet
New Update
যোগীর রাজ্যে নিষিদ্ধ হল উদয়পুর হত্যাকাণ্ড নিয়ে সমস্তরকম মিছিল সমাবেশ

নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানের উদয়পুরের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সব ধরনের সমাবেশ, মিছিল নিষিদ্ধ করল উত্তর প্রদেশ সরকার। যোগীর রাজ্যের ডিজিপি ডিএস চৌহান জানিয়েছেন, উদয়পুরের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কেউ যদি কোনওরকম উত্তেজক মন্তব্য করে, তাহলে তৎক্ষণাৎ তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।


এই ঘটনাকে কেন্দ্র করে কোনও ধর্মীয় অনুষ্ঠান বা রাজনৈতিক সভা করতে হলে অনুমতি নিতে হবে, জানালেন উত্তর প্রদেশের অতিরিক্ত ডিজি আইন শৃঙ্খলা প্রশান্ত কুমার। তিনি বলেন, "উদয়পুরের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনও আপত্তিকর পোস্ট হচ্ছে কিনা তা দেখতে নজরদারি চলছে।" তিনি আরও বলেন, "কোনওরকম হুমকি পোস্ট থেকে শুরু করে যাবতীয় গোয়েন্দা তথ্য জানার জন্য একযোগে রাজ্য ও কেন্দ্রীয় সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করছে রাজ্য পুলিশ।"