হুল দিবস পালিত হল ডেবরা বিধানসভার বিজেপির দলীয় অফিসে

author-image
Harmeet
New Update
হুল দিবস পালিত হল ডেবরা বিধানসভার বিজেপির দলীয় অফিসে

নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ হুল দিবস সাঁওতালদের জাত্যভিমান ও গৌরবের দিন। ১৮৫৫ সালে ৩০ জুন শুরু হয়েছিল সাঁওতাল বিদ্রোহ, শেষ হয় ১৮৫৬ সালের নভেম্বর মাসে। এই সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দেন সিধু, কানহু, চাঁদ ও ভৈরব প্রমুখ সাঁওতাল নেতারা। সাঁওতাল বিদ্রোহের লেলিহান শিখা ব্রিটিশ সরকারের মসনদ কাঁপিয়ে দিয়েছিল।



সাঁওতাল বিদ্রোহ প্রথম শুরু হয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা ও বিহারের ভাগলপুরে। ১৮৫৫ সালের ৩০ জুন প্রায় ৩০ হাজার সাঁওতাল বীরভূম থেকে কলকাতার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করে, যা ভারতের প্রথম বৃহৎ পদযাত্রা। আজ সাঁওতালদের জাত্যভিমান ও গৌরবের দিন হুল দিবস পালন হল ডেবরা বিধানসভার বিজেপির দলীয় অফিসে।



এদিন হুল দিবসের এই অনুষ্ঠানে ডেবরা বিধানসভার বিজেপির দলীয় অফিসে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য নেতৃত্ব তপন সান্যাল মহাশয়, অখন্ড মেদিনীপুর জেলার বিশিষ্ট প্রাক্তন কার্যকর্তা কাশীনাথ বোস সহ ডেবরা বিধানসভার গুরুত্বপূর্ণ কার্যকর্তাগণ।