মহারাষ্ট্রে নতুন সরকার গড়ার সম্ভাবনা তৈরি হচ্ছেঃ দিলীপ ঘোষ

author-image
Harmeet
New Update
মহারাষ্ট্রে নতুন সরকার গড়ার সম্ভাবনা তৈরি হচ্ছেঃ দিলীপ ঘোষ

নিজস্ব সংবাদদাতা, খড়গপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে প্রতিদিনের মতো আজও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সংসদ দিলীপ ঘোষ। 

                           

তিনি বগদা এলাকায় চা চক্র করে বলেন, "ঘটনা প্রভাব ঘটাচ্ছে, উদ্ধব ঠাকরের কোনও সমর্থন নেই আজ। যে পার্টিগুলো তাকে বিজেপি থেকে ভাঙ্গিয়ে নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী করেছিল তারাও আজ সংকটে পড়েছে। এই সমস্যাটা ছিল শিবসেনার ভেতরের। আগে রাজ ঠাকরে ছেড়ে চলে গেছেন এখন শিন্ডে গেছেন। যে উদ্দেশ্য নিয়ে শিবসেনা তৈরি হয়েছিল তারা ওখান থেকে সরে গেছে। তাদের কর্মীদের মনে হয়েছে তাই তারা থাকছে না। এখন যদি তারা আমাদের সমর্থন চান, বিজেপি সমর্থন করতে রাজি। কারণ আমাদের সঙ্গে থেকে তারা জিতেছিল। এবং তিন নম্বর অবস্থা থেকে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিল। শিবসেনার যারা কর্মী, নেতা, বিধায়ক তারা বিজেপির সঙ্গে ৩০ বছর ধরে কাজ করেছে। তারা আমাদের সঙ্গে আসতে চাইছেন। নতুন সরকার গড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে।"