নিজস্ব প্রতিনিধি- আদিবাসীদের বিক্ষোভে সহিংসতা বৃদ্ধির কথা উল্লেখ করে ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো বুধবার চারটি প্রদেশ আজুয়াই, ইম্বাবুরা, সুকুম্বিওস এবং ওরেলানাতে ৩০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
এই ঘোষণাটি সহিংসতার পরে করা হয়েছিল,যা বিক্ষোভের সঙ্গে সামাজিক শৃঙ্খলাকে প্রভাবিত করেছে।জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে চারটি প্রদেশে সশস্ত্র বাহিনী ও জাতীয় পুলিশ ইউনিট মোতায়েন করা হবে।বুধবার থেকে রাতের কারফিউও জারি করা হয়েছে।