এবার ইন্টারনেটের স্বাধীনতায় হস্তক্ষেপ

author-image
Harmeet
New Update
এবার ইন্টারনেটের স্বাধীনতায় হস্তক্ষেপ

নিজস্ব সংবাদদাতাঃ এবার ইন্টারনেটের স্বাধীনতায় হস্তক্ষেপ করল চিন। ইন্টারনেটে লাইভ স্ট্রিমিং এর ক্ষেত্রে কোঠর নিয়ম চালু করল চিন। চিনের তরফে ১৮ বছরের কম বয়সীদের দ্বারা পরিচালিত লাইভ স্ট্রিমিং চ্যানেল গুলিকে কোঠরভাবে নিরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।





Flag of China - Colours, Meaning, History ??





 এছাড়াও চিনের প্রত্যেক লাইভ স্ট্রিমিং চ্যানেল গুলিকে সরকারি মত অনুসারে লাইভ স্ট্রিমিং করার জন্য জোর দেওয়া হচ্ছে। চিনের এই নয়া নির্দেশিকা সেদেশের ওয়েব রাজনৈতিক বর্ণনাকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে।