কলকাতায় ট্রাফিক সিগন্যালে মরণফাঁদ!

author-image
Harmeet
New Update
কলকাতায় ট্রাফিক সিগন্যালে মরণফাঁদ!

নিজস্ব সংবাদদাতাঃ ট্রাফিক সিগন্যালে লুকিয়ে বিপদ। বিপজ্জনক কলকাতার বেশ কিছু ট্রাফিক সিগন্যাল পোস্ট। খোলা জয়েন্ট বক্স। সেখান থেকে বেরিয়ে রয়েছে খোলা মুখ বিদ্যুতের তার। তার পাশেই ঝুঁকির যাতায়াত।বাইপাস, সায়েন্স সিটি কিংবা পার্ক সার্কাস। পার্ক স্ট্রিট, ধর্মতলা কিংবা কলকাতা পুলিশের হেড কোয়ার্টার লালবাজার ক্রসিং।  ট্রাফিক সিগন্যাল পোস্টের ছবি রীতিমতো ভয় ধরায়।