দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : দাসপুর-২ নং ব্লকের নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েত অফিস থেকে মাত্র ঢিলছোঁড়া দূরত্বে খালের ওপর একটি কালভার্ট নির্মান করা হচ্ছিল। কিন্তু কাজ সম্পূর্ণ হওয়ার আগেই নির্মীয়মান অবস্থায় ভেঙে পড়ল কালভার্টের এক দিকের গার্ডওয়াল। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে সমগ্র এলাকাজুড়ে। ২৮ জুন মঙ্গলবার দাসপুর ২ নং ব্লক এর নিশ্চিন্তপুরং হঠাৎই খালের উপর থাকা কালভার্টের এক প্রান্তের গার্ডোয়ালটি ভেঙে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, এখনো পর্যন্ত কাজ শেষ হয়নি। কালভার্টের কাজ এখনও চলছে। কাজ সম্পন্ন হওয়ার পূর্বেই কেন এভাবে ভেঙে পড়ল? সুদক্ষ ও বৈজ্ঞানিক পরিকল্পনা ছাড়াই নির্মাণ কাজ করার অভিযোগ স্থানীয়দের। অবৈজ্ঞানিকভাবে কাজ করার জেরেই ভেঙে পড়েছে কালভার্টের এক প্রান্তের গার্ডওয়াল। তাই সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে গার্ডওয়ালটিকে পুনরায় নির্মাণ করার দাবি জানিয়েছেন এলাকার মানুষজন। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের কোনো কর্তার প্রতিক্রিয়া মেলেনি।