মানসিক অবসাদে আত্মঘাতী রাজ্যের সেচমন্ত্রীর ভাগ্নী

author-image
Harmeet
New Update
মানসিক অবসাদে আত্মঘাতী রাজ্যের সেচমন্ত্রীর ভাগ্নী

দিগ্বিজয় মাহালী, খড়গপুর : ফাঁকা বাড়িতে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন রাজ্যের সেচমন্ত্রী সৌমেন কুমার মহাপাত্রের ভাগ্নী ডক্টর স্বাগতা ভট্টাচার্য (৩৬)। পেশায় তিনি আইআইটি খড়গপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স এন্ড টেকনোলজি হাসপাতালের প্যাথলজি বিভাগের চিকিৎসক। বুধবার সকালে মায়ের বাজার যাওয়ার সুযোগ নিয়ে ঘটনাটি ঘটিয়েছেন তিনি। স্বাগতা'র বাড়ি তমলুকে। বাবা ভবানী ভট্টাচার্য-ও পেশায় একজন চিকিৎসক।


 সূত্রের খবর অনুযায়ী, গত কয়েকমাস হল মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। মাস পাঁচেক হল তাঁর বিবাহ বিচ্ছেদ হয়েছে বলেও জানা যায়। তাই, মা-কে নিয়ে খড়গপুরের প্রেমবাজারে আইআইটি'র আবাসনে থাকতেন। সেখানেই, তাঁদের বি.আর- ফ্ল্যাট নং- ৯ থেকে বুধবার স্বাগতার মৃতদেহটি উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্খথলে পৌঁছেছেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। দেহ উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।