নিজস্ব সংবাদদাতা: বালাজি প্রোডাকশনের তৈরি ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমাটি অভিনেত্রী বিদ্যা বালানকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে। অথচ এই সিনেমা দেখে তাঁর বাবা মা কী প্রতিক্রিয়া দিয়েছিলেন তা অকপটে জানালেন বিদ্যা।
অভিনেত্রীর কথায়, “বাবা বাইরে বেরিয়ে এলেন। দেখলাম হাততালি দিচ্ছেন। আমায় ডেকে বলল, মনেই হয়নি আমার মেয়ে রয়েছে ছবিতে। মজার বিষয় হল আশেপাশের সবাই সেটাই বলছিল। আর মা আমাকে জড়িয়ে কেঁদে ফেলেছিলেন”।